ধনতেরসে কী কিনলে সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং কী কেনা অশুভ
হরে কৃষ্ণ 🙏পাঠক বন্ধুরা প্রতিবছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ধনতেরাস উৎসব উদযাপিত হয়। এই দিনটিকে ধন ত্রয়োদশী বা ধন্বন্তরী জয়ন্তীও বলা হয়। ধনতেরাসে দেবী লক্ষ্মী, ভগবান ধন্বন্তরী এবং কুবের দেবের পুজো করলে ঘরে থাকা সম্পদের ভাণ্ডার কখনই শূন্য হয় না। এবছর বাংলাদেশে ধনতেরাস উৎসব উদযাপিত হবে ৩০ শে অক্টোবর রোজ বুধবার। এই দিন সোনা,রূপা সহ বিভিন্ন ধাতব বস্তু কেনা শুভ বলে মনে করা হয়। তাই আমরা অনেকই ধনতেরাসে বিভিন্ন ধাতব বস্তু কিনে থাকি কিন্তু কোনটা কেনা শুভ এবং কোনটা কেনা অশুভ সেটা আমরা অনেকেই জানি না। বন্ধুরা, আজ আমি আপনাদের জানাব এই ধনতেরাসে কী কিনবে আর কী কিনবেন না। আসুন এক নজরে দেখে নেওয়া যাক।
বন্ধুরা,দীপাবলির মতো ধনতেরসও বাঙালির একটি উৎসব হয়ে উঠেছে। মনে করা হয় এই দিনে সোনা, রুপো বা বাসনপত্র কেনা শুভ। এগুলি কিনে আনলে সংসারে লক্ষ্মী আসেন। এর ফলে সংসারে অশুভ শক্তির বিনাশ হয়। একই সঙ্গে আসে সুখ, শান্তি, সৌভাগ্য। আসুন আজ আমরা জেনে নেই এই ধনতেরাসে কী কেনা শুভ৷ আর কী কেনা অশুভ।
ধনতেরাসে কী কী কিনবেন :
★লক্ষ্মী-গণেশের ছবিযুক্ত রুপো বা সোনার কয়েন কেনা অত্যন্ত শুভ।
★রুপো, তামার বাসনপত্র কেনাও ভাল।
★সোনার যে কোনও রকমের গয়না তো কিনতেই পারেন।
★দেবতাদের গুরু বৃহস্পতিকে সুখ সমৃদ্ধির কারক বলা হয়। বৃহস্পতির সঙ্গে হলুদের সম্পর্ক রয়েছে। তাই ধনতেরাসে হলুদ কিনলে, সারা বছর পরিবারে সুস্বাস্থ্য, সম্পদ এবং প্রাচুর্য থাকে বলে মনে করা হয়।
★মা লক্ষ্মী পান পছন্দ করেন। তাই ৫টি পান কিনে দেবীকে নিবেদন করা শুভ বলে গণ্য হয়। এতে সারা বছর অর্থভাগ্য থাকে তুঙ্গে, বাড়ে সুখ সমৃদ্ধি।
আরো পড়ুনঃ বাস্তুশাস্ত্র অনুসারে ভুলেও এই কাজগুলো করবেন না, এতে মা লক্ষ্মীর কৃপা থেকে বঞ্চিত হবেন
★ প্রাচীনকাল থেকে কড়িকে অর্থ হিসাবে বিবেচনা করে ব্যবসা বাণিজ্য করা হত। আসলে কড়ি হল সম্পদের প্রতীক। তাই ধনতেরাসে দেবী লক্ষ্মীকে কড়ি নিবেদন করলে সুফল পাওয়া যায়।
★মনে করা হয়, ধনতেরসের দিন রুদ্রাক্ষের মালা কেনা অত্যন্ত শুভ।
★ঝাড়ুকে লক্ষ্মীর প্রতীক মনে করা হয়, তাই ধনতেরাসের দিন ঝাড়ু কেনাও শুভ বলে মনে করা হয়। বাড়িতে একটি নতুন ঝাড়ু আনার ফলে দেবী লক্ষ্মীর অধিবাস হয় বলে বিশ্বাস করা হয়, যা বাড়িতে আর্থিক সমৃদ্ধি এবং সম্পদ নিয়ে আসে।
★পকেটে টান থাকলে পড়াশোনার জিনিস যেমন পেন কিনতে পারেন।
★স্বস্তিক চিহ্ন কিনে দরজার সামনে লাগালে তা সংসারে শুভ শক্তি বহন করে আনে।
আরো পড়ুনঃ ধনী হতে চাইলে এই ১০ টি উপায় অবলম্বন করুন
ধনতেরাসে কী কী কিনবেন না :
★ধনতেরসে সাধারণ লোহা (Iron) কিংবা লোহা দিয়ে তৈরি কোনও বস্তু কিনবেন না। এতে পরিবারের ক্ষতি হতে পারে।
★স্টিলের (Steel) সামগ্রী কেনাও উচিত নয়।
★কাচের সঙ্গে রাহুর যোগ আছে বলে মনে করা হয়। তাই ধনতেরসের দিন কাচের বাসন, শো-পিস, ফটো ফ্রেম এমন কিছুই কিনবেন না।
★শুভক্ষণে ছুরি, কাঁচি, সূচ, বঁটির মতো ধারালো কোনও সামগ্রী কেনা একেবারেই উচিত নয়। তা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়।
আরো পড়ুনঃ ২০২৪ সালের কালীপূজা ও ভাইফোঁটার নির্ঘন্ট
★ধনতেরসের দিন তেল কিংবা ঘি জাতীয় জিনিস কেনাও উচিত নয়। প্রয়োজনের কথা মাথায় রেখে আগে থেকে কিনে বাড়িতে মজুত করে রাখুন।
★এই দিন কালো রঙের যে কোনও পণ্য যেমন পোশাক বা ব্যাগ বা জুতো বাড়িতে আনবেন না।
★অনেকেই ধনতেরসের দিনে হাঁড়ি, কলসি কেনেন। এতে কোনও সমস্যা নেই। কিন্তু ফাঁকা হাড়ি বা কলসিকে অশুভ মনে করা হয়। দোকান থেকে ভর্তি অবস্থায় হাঁড়ি, কসলি কেনা যায় না। তবে বাড়িতে ঢোকানোর আগে জল বা চাল কিনে ভরে নিতে হবে।
আরো পড়ুনঃ জিভে জল আনা মজাদার কিছু বিকালের নাস্তার রেসিপি
প্রিয় পাঠক বন্ধুরা,আশা করি আমাদের আজকের আর্টিকেলটি আপনাদের ভাল লেগেছে এবং আপনারা বুঝতে পেরেছেন যে,ধনতেরাসে আপনাদের কী কী কিনতে হবে আর কী কী কেনা যাবে না। সবার সুস্থতা কামনা করে আজকের মত বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।