রাধাষ্টমী ব্রত পালন করলে কি ফল লাভ হয় এবং একবার রাধা নাম উচ্চারণের পূণ্য ফল কি -
হরেকৃষ্ণ বন্ধুরা 🙏 আশা করি রাধা মাধবের কৃপায় আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গত ২৬ শে আগস্ট ছিল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি এবং আগামী ১১ ই সেপ্টেম্বর রোজ বুধবার আসতে চলেছে রাধা অষ্টমী অর্থাৎ রাধারানীর আবির্ভাব তিথি। প্রতি বছর কৃষ্ণের জন্মাষ্টমীর ঠিক ১৫ দিন পর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধা অষ্টমী উৎসব পালিত হয়।
বন্ধুরা, আজ আমি আপনাদের জানাবো রাধাষ্টমী ব্রত পালন করলে কি ফল লাভ হয় এবং একবার রাধা নাম উচ্চারণের পূণ্য ফল কি।
রাধাষ্টমী ব্রত পালনের ফল লাভ:
১. যে মানুষ একবার রাধাষ্টমী ব্রত পালন করেন তার কোটি জন্মের ব্রহ্মহত্যা জনিত পাপও দূর হয়। (পদ্মপুরান, ব্রহ্মকাণ্ড, অধ্যায়)
২. একলক্ষ একাদশীর ফল লাভ হয় একবার রাধাষ্টমী ব্রত পালনে। (পদ্মপুরান)
৩. পর্বত সমান সোনা দান করলে যে ফল লাভ হয়, তার ১০০ গুণ অধিক ফল লাভ হয়, রাধাষ্টমী ব্রত পালনে। (পদ্মপুরান)
৪. একবার রাধাষ্টমী ব্রত পালন করলে সহস্র (অর্থাৎ এক হাজার) কন্যাদানের ফল লাভ হয়। (পদ্মপুরান)
৫. একবার রাধাষ্টমী ব্রত পালনে গঙ্গা আদি সকল তীর্থের ফল লাভ হয়। (পদ্মপুরান)
৬. কেউ যদি অবহেলা, অশ্রদ্ধা- না জেনেও রাধাষ্টমী ব্রত পালন করেন তার কোটি কুল সহ নিত্যকাল বিষ্ণুলোকে বিরাজ করেন।
আরো পড়ুনঃ রাধা অষ্টমীতে অবশ্যই পড়ুন রাধারাণীর অষ্টোত্তর শতনাম ও অষ্টকম
একবার রাধা নাম উচ্চারণে যে পূণ্য লাভ হয় :
আমরা আজ রাধা নামের মহিমা নিয়ে আলোচনা করবো এক ব্যক্তি বৃন্দাবনে একবার এক মহান সাধুর কাছে গেলেন। তিনি সাধুর কাছে গিয়ে বললেন, "সাধুজী, আমার একটি ছেলে আছে, সে ভগবানকে মানে না। সে পূজা পাঠ করে না, যখন তকে বলি সাধুসঙ্গ কর, সে বলে কোন সাধুসন্তকে মানে না। আপনি কিছু একটা করুন, আমার ছেলে যেন নরকে না যায়।" সাধুজী বললেন, ঠিক আছে। আমি একদিন তোমার বাড়ীতে যাব।
সাধুজী একদিন ঐ ব্যক্তির বাড়ী গেলেন, তার ছেলেকে বললেন, "বেটা, একবার রাধা বল।" ছেলেটা বলল, আমি কেন বলব? সাধুজী আরেকবার বললেন, একবার রাধা বল। শেষে ছেলেটি বলল, এই যে আমি রাধা বললাম, কিন্তু কি ফল লাভ হল? তখন সাধুজী বললেন, "যখন তুমি মরে যাবে, তখন তুমি যমরাজকে জিজ্ঞাসা করো, একবার রাধা নাম বলার কী মহিমা!" এই বলে সাধুজী চলে গেলেন।
আরো পড়ুনঃ শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র ও অষ্টোত্তর শতনাম
ছেলেটি একদিন মারা গেল, সে সাধুর কথামত যমলোকে গিয়ে যমরাজকে জিজ্ঞাসা করল, আপনি আমাকে স্বর্গে বা নরক পাঠানোর আগে বলুন একবার রাধা নাম বলার মহিমা কি? যমরাজ বললেন, "আমি তো জানি না কী মহিমা, মনে হয় ইন্দ্রদেব জানে, চল উনার কাছে যাই।" ছেলেটি দেখল, যমরাজ কিছু বলতে পারলো না। তখন সে
যমরাজকে বলল, আমি এমনিতে যাব না, পালকীতে যাব, তখন পালকী আনা হল। ছেলেটি পালকি বাহকদের বলল, আপনারা যান, যমরাজজী আপনি ওদের জায়গায় পালকি নিয়ে চলুন। যমরাজ আর ছেলেটি ইন্দ্রদেবের কাছে এলেন। ইন্দ্রদেব বললেন, এই ছেলেটি কোন বিশেষ কেউ নাকি?
যমরাজ বলল, ছেলেটি পৃথিবী থেকে এসেছে, আর একবার রাধা নাম বলার মহিমা কি জানতে চায়। আমি জানি না তাই আপনার কাছে একে নিয়ে এলাম, আপনি বললেন একবার রাধা নাম বলার মহিমা কি? ইন্দ্রদেব বললেন, আমি শুনেছি অনেক মহিমা আছে, তবে বলতে পারব না। এটা বলতে পারবে ব্রহ্মাদেব। এবার ছেলেটি ইন্দ্রদেবকে বললেন, দেবরাজ আপনিও আসেন পালকীটা নিয়ে ব্রহ্মলোকে চলেন।ব্রহ্মাজী বললেন, এটা কোন মহান ব্যক্তি, যাকে যমরাজ, দেবরাজ পালকীতে নিয়ে আসছে। এ কে? যমরাজ আবার ছেলেটির পরিচয় এবং তার প্রশ্নটি ব্রহ্মাজীকে বললেন।
ব্রহ্মাজী বললেন, ভগবানের মহিমা অনন্ত। কিন্তু রাধা নামের মহিমা কি আমি বলতে পারব না। শংকরজী অবশ্যই রাধা নামের মহিমা কি তা জানেন। ছেলেটি ব্রহ্মাদেবকে পালকির তৃতীয় বাহক হতে বলল। পালকী নিয়ে যমরাজ, ইন্দ্রদেব এবং ব্রহ্মাদেব কৈলাসের উদ্দেশ্যে চললেন শংকরজীর কাছে। শংকরজী বললেন, একে? কোন বিশেষ ব্যক্তি! যাকে যমরাজ, দেবরাজ এবং ব্রহ্মাদেব পালকীতে বহন করে নিয়ে এসেছেন! এবার ব্রহ্মাজী ছেলেটির পরিচয় এবং ছেলেটির প্রশ্ন শংকরজীর কাছে বললেন। ব্রহ্মাজী আরও বললেন, আপনি সদা সমাধিতে ধ্যানে করেন। আপনি নিশ্চয় জানবেন।
আরো পড়ুনঃ যে লক্ষণ গুলো দেখে বুঝে নিন আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি আছে কি না
বিষ্ণুর কাছে ছেলেটিকে নিয়ে এলেন এবং ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন, একবার রাধা নাম বলার মহিমা কি? ভগবান বিষ্ণু বললেন রাধা নামের মহিমা হল, "যে ব্যক্তি একবার রাধা নাম বলবে তাকে পালকীতে করে চার দেব বহন করে আমার কাছে নিয়ে আসবে। আর এই ব্যাক্তিটি রাধা নামের গুনে এখন থেকে আমার পাশে আমার ধামে থাকব।" তাই সকলে মন খুলে একবার অশ্রুজলে ভক্তিভরে জয় জয় শ্রীরাধে।
প্রিয় পাঠক বন্ধুরা, ভক্তি ও শ্রদ্ধা ভরে রাধা অষ্টমী ব্রত পালন করুন এবং রাধারানীর বিশেষ কৃপা লাভ করুন। রাধে রাধে 🙏