রাধা অষ্টমীতে অবশ্যই পড়ুন রাধারাণীর অষ্টোত্তর শতনাম ও অষ্টকম-

হরে কৃষ্ণ🙏বন্ধুরা,কেমন আছেন সবাই? আপনি যদি শ্রী রাধা রাণীর ভক্ত হয়ে থাকেন, তাহলে রাধা রাণীর প্রণাম মন্ত্র, রাধা রাণীর অষ্টোত্তর শতনাম ও রাধা অষ্টকম জানা আপনার জন্য খুবই জরুরী। তাই আপনাদের সুবিধার্থে আজকের আর্টিকেলে আমি আপনাদের এই সব কিছু জানাতে চেষ্টা করবো। এজন্য পোস্টটি শেষ পর্যন্ত পড়ার অনুরোধ করছি। 

বন্ধুরা,এধরনের ধর্মীয় পোস্টে  আপনাদের ভালো রেসপন্স পেলে নিয়মিত ধর্ম বিষয়ে সঠিক তথ্য আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করবে।


শ্রী রাধারানী প্রণাম মন্ত্র:

তপ্ত কাঞ্চন গৌরাঙ্গীং রাধে বৃন্দাবনেশ্বরী।

বৃষভানু সূতে দেবী তাং প্রণমামি হরি প্রিয়ে।।

আরো পড়ুনঃ শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র ও অষ্টোত্তর শতনামঃ

হরিনাম মহামন্ত্র :

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।

হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।

শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র :

হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে।

গোপেশ গোপীকা কান্ত রাধা কান্ত নমহস্তুতে ।।

আরো পড়ুনঃ নিজেকে সুস্থ রাখতে প্রতিদিন খালি পেটে পান করুন ১ গ্লাস বিশুদ্ধ পানি

শ্রীরাধার অষ্টোত্তর শতনাম -

শ্রীরাধা নমো নমঃ

শ্রী কীর্তিদাকন্যাকা নমো নমঃ

শ্রী বৃষভানুজা নমো নমঃ

শ্রী কীর্তিদাকন্যাকা নমো নমঃ

শ্রী রাসেশ্বরী নমো নমঃ

শ্রী কৃষ্ণবামঙ্গসম্ভুতা নমঃ

স্ত্রী রাস-বাসিনী নমো নমঃ

শ্রী রশিক-ঈশ্বরী নমো নমঃ

শ্রীকৃষ্ণ প্রাণাধিক নমো নমঃ

শ্রী কৃষ্ণ প্রিয়া নমো নমঃ

শ্রী কৃষ্ণ স্বরূপিনী নমো নমঃ

শ্রী কৃষ্ণবামঙ্গসম্ভুতা নমঃ

শ্রী পরমানন্দরুপিনি নমঃ

শ্রী কৃষ্ণা নমো নমঃ

শ্রী বৃন্দাবনী নমো নমঃ

শ্রী বৃন্দাবন বিনোদিনী নমঃ

শ্রী কৃষ্ণ চন্দ্ৰ নমো নমঃ

শ্রী চন্দ্ৰকান্তা নমো নমঃ

শ্রী শতচন্দ্ৰনি ভনান নমো নমঃ

শ্রী গান্ধারবিকা নমো নমঃ

শ্রী গান্ধাব্ধারাধিকা নামো নামঃ

শ্রী মাধব সঙ্গিনী নমো নমঃ

শ্রী দামোদরদ্বৈত সখি নমঃ

শ্রী সূর্যপাসিকা নামো নামঃ

শ্রী আনন্দমঞ্জুরিজৈষ্ঠায় নমঃ

শ্রী দামাবরজো নমো নমঃ

শ্রী উত্তমা নমো নমঃ

শ্রী বিশাখা সয়া নমো নমঃ

শ্রী বৃন্দাবনেশ্বরী নমো নমঃ

শ্রী জীবন স্বরূপা নমো নমঃ

শ্রী রাস বিলাসিনী নমঃ

শ্রী নিত্য বিহারিনী নমঃ

শ্রী নিত্য কেশরী নমঃ

শ্রী শ্যামপ্ৰণধণ নমো নমঃ

শ্রী প্রেমস্বরূপিনী নমো নমঃ

শ্রী নব কিশোরী নমো নমঃ

শ্রী রাসবিহারী নমো নমঃ

শ্রীগৌরাঙ্গী নমো নমঃ

শ্রী শ্যামা নমো নমঃ

শ্রী কুলবতী নমো নমঃ

শ্রী শ্রীজি নমো নমঃ

শ্রী মথেশ্বরী নমো নমঃ

শ্রী ক্রিয়েশ্বরীর নমো নমঃ

শ্রী স্বধেশ্বরি নমো নমঃ

শ্রী ত্রিবেদভারতীশ্বরী নমঃ

শ্রী সুরেশ্বরি নমো নমঃ

শ্রী ব্রজাধিপে নমো নমঃ

শ্রী ব্রজেশ্বরী নমো নমঃ

শ্রী আদ্যা শক্তি নমো নমঃ

শ্রী ক্ষমেশ্বরি নমো নমঃ

শ্রী কলাবতী নমো নমঃ

শ্রী কৃপাবতি নমো নমঃ

সী ইন্দুমুখি নমো নমঃ

শ্রী অনুপমা নমো নমঃ

স্ত্রী অবনী ধারণী নমো নমঃ

শ্রী ইষ্ঠভক্তি প্রদায়িনী নমো নমঃ

শ্রী অপদুন্ধারিণী নমো নমঃ

শ্রীকৃষ্ণ প্রাণেশ্বরী নমো নমঃ

শ্রী গোপেশ্বরী নমো নমঃ

শ্রী গোকুল ঈশ্বরী নমো নমঃ

শ্রী দয়াময়ী নমো নমঃ

শ্রী করুণাময়ী নমো নমঃ

শ্রী কুঞ্জনিবাসিনী নমো নমঃ

শ্রী নলিনাক্ষী নমো নমঃ

শ্রী কৃষ্ণভক্তি প্রদায়িনী নমঃ

শ্রী কল্যাণী নমো নমঃ

শ্রী কৌমারী নমো নমঃ

শ্রী বল্লভী নমো নমঃ

শ্রী প্রধানা প্রকৃতি নমো নমঃ

শ্রী হরি প্রিয়া নমো নমঃ

শ্রী শ্রীশিবা নমো নমঃ

শ্রী বৈজয়ন্তী নমো নমঃ

শ্রী ধাত্রী নমো নমঃ

শ্রী মনোরোমা নমো নমঃ

শ্রী ক্ষমাবতী নমো নমঃ

শ্রী ত্রৈলোক্য মঙ্গলময় নমঃ

শ্রী যোগেশ্বরী নমো নমঃ

শ্রী যোগগক্ষ্যা নমো নমঃ

শ্রী শান্তা নমো নমঃ

শ্রী সুগতি দায়িনী নমো নমঃ

শ্রী প্রেমাঙ্গী নমো নমঃ

শ্রী পূর্ণানন্দময়ী নমো নমঃ

শ্রী নরাঙ্গানা নমো নমঃ

শ্রী পরমার্থ প্রদায়িনী নমো নমঃ

শ্রী নিধুবন নিবাসিনী নমো নমঃ

শ্রী বংশীবট বিহারিনী নমো নমঃ

শ্রী নারী শিরোমনি নমো নমঃ

শ্রী রমা নমো নমঃ

শ্রী রত্মা নমো নমঃ

শ্রী পূর্ণা নমো নমঃ

শ্রী শ্যামমোহিনী নমো নমঃ

শ্রী হরিণ নয়না নমো নমঃ

শ্রী মদন মোহন মোহিনী নমো নমঃ

শ্রী সুধামুখী নমো নমঃ

শ্রী ভবসাগর তরণী নমো নমঃ

শ্রী সিন্ধু কন্যা নমো নমঃ

শ্রী কৃষ্ণাত্মা নমো নমঃ

শ্রী মহাভাব স্বরূপিনী নমো নমঃ

শ্রী সম্মোহিনী নমো নমঃ

শ্রী মহাভাব শিরোমনি নমো নমঃ

শ্রী বৃন্দাবন বিহারী নমো নমঃ

শ্রী বৃন্দাবন বিলাসিনী নমো নমঃ

শ্রী কৃষ্ণানন্দ প্রদায়িনী নমো নমঃ

শ্রী বিষ্ণু প্রিয়া নমো নমঃ

শ্রী কাঞ্চনাভ্য নমো নমঃ

শ্রী হেমগাত্ৰা নমো নমঃ

শ্রী বেদপ্রিয়া নমো নমঃ

শ্রী বেদ গঙ্গা নমো নমঃ

আরো পড়ুনঃ ধনী হতে চাইলে এই ১০ টি উপায় অবলম্বন করুন

শ্রী শ্রী রাধা অষ্টকম -

কৃতিদা বৃষভানুর কন্যা পদ্মে তে জনম

 অ যোনিজা রাধারাণী প্রকটিত হন

কৃষ্ণ আহ্লাদিনী শক্তি ব্রহ্মান্ড প্রসবিনী

নমঃ নমঃ শ্রী রাধিকা  বৃষ ভানুর নন্দিনী ।।

শিশু কালে করো রাধে লীলা অগণন

শ্যাম সনে রাস রচ ধন্য বৃন্দাবন

তব পদ পুজে কৃষ্ণ হয়েছিলে মানী

নমঃ নমঃ শ্রী রাধিকা বৃষ ভানুর নন্দিনী ।।

রাধা নাম ধ্যান করে ব্রহ্মা ,পঞ্চানন

রাধা নামে বাঁশি বাজান ব্রজের জনার্দন

আদি শক্তি রাধারাণী ব্রহ্ম সনাতনী

নমঃ নমঃ শ্রী রাধিকা বৃষ ভানুর নন্দিনী ।।

লীলা হেতু জল ভর কলসী ছলকায়

প্রেম ধারা বহায়িলে বৃন্দা যমুনায়

অষ্টসখির হও রাধে তুমি শিরোমণি

নমঃ নমঃ শ্রী রাধিকা বৃষ ভানুর নন্দিনী ।।

রাধাকৃষ্ণ ভেদ নেই,তুমি কৃষ্ণময়

ভকতের প্রতি রাধে হও গো সদয়

কৃষ্ণ ভক্তি ভান্ডার তুমি,ভক্তি প্রদায়ী নি

নমঃ নমঃ শ্রী রাধিকা বৃষ ভানুর নন্দিনী ।।

পাপী তাপি জনে রাধে করিয়া করুণা

কৃষ্ণ ভক্তি দিয়া করো সদা কৃষ্ণমনা

তব বর দ হস্ত শিরে রাখো ব্রজ বিলাসিনী

নমঃ নমঃ শ্রী রাধিকা বৃষ ভানুর নন্দিনী ।।

বৈকুণ্ঠের মহালক্ষ্মী রাধা,ব্রহ্ম লোকে বীণাপাণি

যোগমায়া পরাশক্তি রাধাই মহাকালী

রাধা অংশ জাত দেবী যত অমর বাসিনী

নমঃ নমঃ শ্রী রাধিকা বৃষ ভানুর নন্দিনী ।।

পতিত পাবনী রাধে ব্রজ মহারানী

প্রকৃতি স্ব রূপা রাধে গোলক বাসিনী

ব্রহ্মান্ড চালিকা শক্তি,ঠাকুরের ঠাকুরাণী  

নমঃ নমঃ শ্রী রাধিকা বৃষ ভানুর নন্দিনী ।।

আরো পড়ুনঃ আপনার তারুণ্যকে ধরে রাখুন সহজ কিছু উপায়ে

ইতি.......শুভঙ্করাকৃত শ্রী রাধা অষ্টকম সম্পূর্ন হলো।

প্রিয় পাঠক বন্ধুরা, আজকের আর্টিকেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানবেন। জয় রাধে 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url