জন্মাষ্টমীর সঠিক তারিখ ও অষ্টমী তিথির সময়সূচী - ২০২৪ ইং
হরেকৃষ্ণ🙏 বন্ধুরা, আশা করি পরমেশ্বরের কৃপায় সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। বর্তমানে বাংলা মাসগুলোর মধ্যে চলছে ভাদ্র মাস। আর এই মাসটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই ভাদ্র মাসের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র যোগে দুষ্টের দমন ও সৃষ্টের পালন করার জন্য বাসুদেব ও মাতা দেবকির অষ্টম সন্তান রূপে কংসের কারা গৃহে জন্মগ্রহণ করেন। আর এজন্যই প্রতিবছর ভাদ্র মাসের অষ্টমী তিথিতে পালন করা হয় কৃষ্ণের জন্মাষ্টমী অর্থাৎ ভগবানের জন্মদিন। এবছর আগামী ২৬ শে অক্টোবর রোজ সোমবার আমাদের ভক্তি, শ্রদ্ধা ও নিষ্ঠার সাথে পালন করতে হবে ভগবানের এই জন্মাষ্টমী তিথি।
বন্ধুরা আজ আমরা আপনাদের জানাবো অষ্টমী তিথির সঠিক সময়সূচি, শাস্ত্র মতে ভগবানের জন্মাষ্টমী পালন করলে কি কি ফল লাভ হয় এবং না করলে কি হয়, জন্মাষ্টমী পালন করার সংকল্প মন্ত্র, অভিষেক মন্ত্র।
অষ্টমী তিথি শুরু - ২৬ শে আগস্ট ভোর 4:09 AM
অষ্টমী তিথি শেষ - ২৭ শে আগস্ট ভোর 2:49 AM
আরো পড়ুনঃ হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে ঘরে বসেই ইনকাম করুন লক্ষাধিক টাকা
জন্মাষ্টমী ব্রত পালন করার ও না করার ফল :
ভবিষ্যোত্তর পুরাণে উল্লেখ আছে যদি কেউ এই জন্মাষ্টমী ব্রত পালন করেন তাহলে তিনি সকল পাপ থেকে মুক্ত হতে পারেন এবং সর্ব সিদ্ধি লাভ করতে পারেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বশ্য এবং শুদ্র এই চতুরবর্ণ অর্থাৎ সকল মানুষদেরকে এই জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে। ভবিষ্যোত্তর পুরাণে আরো উল্লেখ রয়েছে যারা প্রতিবছর জন্মাষ্টমী ব্রত পালন করেন তারা নিরোগ, শান্তি, আনন্দ এবং প্রতিসিদ্ধি লাভ করে এবং তারা ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারেন।
আর যারা জন্মাষ্টমী ব্রত পালন করেন না তারা অর্ধগতি লাভ করে, নিম্নগতি লাভ করে। আরো কঠিন সিদ্ধান্ত দেওয়া রয়েছে বিষ্ণ রহস্যে। স্কন্দ পুরাণে উল্লেখ আছে যারা জন্মাষ্টমী তিথিতে রবিশস্য আহার করেন তাদের শকুন, গাধার মাংস, কাক, মানুষ, বাজপাখির মাংস আহারের সমান পাপ হয়। আরো উল্লেখ আছে তাদের শবহস্তস্থ ( মৃত ব্যক্তির হাতে) দ্রব্য ভক্ষণ জনিত পাপ হয়।
আরো পড়ুনঃ ভাদ্র মাসে বাঙালির প্রিয় তালের বড়া
জন্মাষ্টমী সংকল্প মন্ত্র :
অদ্য স্থিত্বা নিরাহারঃ শ্বোভূতে পরমেশ্বর।
ভোক্ষ্যামি দেবকীপুত্র অস্মিন জন্মাষ্টমীব্রতে।।
অদ্য স্থিত্বা নিরাহারঃ সর্ব্বভোগবিবর্জ্জিতঃ।
ভ্যোক্ষে অহং পুন্ডরীকাক্ষ শরণং মে ভবাচ্যুত।।
অনুবাদ - হে পরমেশ্বর! হে দেবকীনন্দন! আমি অদ্য (আজ) জন্মাষ্টমী ব্রতে উপবাসী থাকিয়া পরদিন আহার করিব। হে পুন্ডরীকাক্ষ! অদ্য সর্বভোগ বর্জনপূর্বক উপবাসী থাকিয়া কল্য (কাল) আহার করিব। হে অচ্যুত! আপনি মদীয় শরণস্থান হোন।
আরো পড়ুনঃ ড্রাগন ফল কি সত্যিই উপকারী ফল
অভিষেক মন্ত্র :
ইদং পঞ্চগব্য স্নানীয়ং শ্রীকৃষ্ণায় নমঃ
ইদং দুগ্ধস্নানীয়ম শ্রীকৃষ্ণায় নমঃ
ইদং দধিয়স্নানীয়ম শ্রীকৃষ্ণায় নমঃ
ইদং ঘৃতস্নানীয়ং শ্রীকৃষ্ণায় নমঃ
প্রিয় পাঠক বন্ধুরা, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা পেতে আপনারা সবাই অতি অবশ্যই জন্মাষ্টমী তিথি নিষ্ঠা ও ভক্তির সাথে পালন করবেন। রাধে রাধে 🙏