মহা শিবরাত্রি ব্রতের তারিখ ও সময়সূচী - ২০২৫
প্রিয় সনাতনী বন্ধুরা, কেমন আছেন সবাই? সামনেই আসতে চলেছে দেবাদিদেব মহাদেবের সবচেয়ে বড় আরাধনার তিথি 'শিব চতুর্দশী'। যা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে মহা শিবরাত্রি ব্রত নামে বেশি পরিচিত। পঞ্জিকা অনুসারে প্রতিবছর ফাগুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালন করতে হয় এই মহা শিবরাত্রি ব্রত। বিশ্বাস করা হয় যে, এই দিন ভক্তি সহকারে শিবের আরাধনা করলে ভক্তের মনের ইচ্ছা পূরণ হয়। বন্ধুরা আজ আমরা আপনাদের জানাবো এবছরের মহা শিবরাত্রি ব্রতের তারিখ ও চতুর্দশী তিথির সময়সূচী।
বন্ধুরা, মহা শিবরাত্রিতে সারাদিন নির্জলা উপবাস করে রাতে চার প্রহরে শিবের মাথায় ডাবের জল, দুধ, দই, ঘি ও মধু দেওয়ার রীতি পালন করতে হয়। আসুন জেনে নেই মহা শিবরাত্রি ব্রতের সঠিক তারিখ, চতুর্দশী তিথির সময়সূচী, রাতের চার প্রহরের সময়সূচী ও বিভিন্ন মন্ত্র -
আরো পড়ুনঃ বাড়িতে ময়ূরের পালক রেখে দূর করুন বাস্তুদোষ
মহা শিবরাত্রি ব্রতের সঠিক তারিখ :
পঞ্জিকা মতে ২৬ ফেব্রুয়ারী ও ২৭ ফেব্রুয়ারী দুইদিন চতুর্দশী তিথি রয়েছে। তবে বৈষ্ণব তালিকা মতে শিবরাত্রি ব্রত পালন করতে হবে ২৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার।
চতুর্দশী তিথির সময়সূচী :
২৬ ফেব্রুয়ারী সকাল ১১.৩৮ মিনিট থেকে ২৭ ফেব্রুয়ারী সকাল ৯.২৪ মিনিট পর্যন্ত।
আরো পড়ুনঃ পরিবারের সুখ শান্তি নিশ্চিত করতে জেনে নিন কিছু বাস্তু টিপস
চার প্রহরের সময়সূচী :
১ম প্রহর - সন্ধ্যা ৬.০০ মিনিট থেকে রাত ৯.০৫ মিনিট পর্যন্ত।
২য় প্রহর - রাত ৯.০৫ মিনিট থেকে রাত ১২.১১ মিনিট পর্যন্ত।
৩য় প্রহর - রাত ১২.১১ মিনিট থেকে ভোর ৩.১৭মিনিট পর্যন্ত।
৪র্থ প্রহর - ভোর ৩.১৭ মিনিট থেকে সকাল ৬.২২ মিনিট পর্যন্ত।
রাত্রিতে চার প্রহরে যা যা দিয়ে অভিষেক করতে হবে
অর্ঘ্য মন্ত্র - গৌরী বাল্লভ দেবেশ সর্পাঢ্যে শশিশেখর।
বর্ষাপাপবিশুদ্ধ্যর্থম্ অর্ঘ্যং মে প্রতিগৃহ্যতাম্।।
প্রণাম মন্ত্র - বৃন্দাবনিপতে! জয় সোম সোম মৌলে সনক সনন্দন সনাতন নারদেয়।
গোপীশ্বর! ব্রজবিলাসী-যুগাঙগ্রীপদ্মে প্রেমপযাচ্ছে নিরুপাধি নমো নমস্তে।।
পারণের সময়ঃ ২৮ ফেব্রুয়ারী সকাল ৭টা ২৬ মিনিটের মধ্যে
আরো পড়ুনঃ ধনী হতে চাইলে এই ১০ টি উপায় অবলম্বন করুন
প্রিয় পাঠক বন্ধুরা, হিন্দু ধর্মে ফাগুন মাসের কৃষ্ণপক্ষের শিব চতুর্দশী তিথির মাহাত্ম্য অনেক। তাই প্রতিবছর দেবাদিদেব মহাদেবের ভক্তরা প্রতি নিষ্ঠার সাথে এই শিবরাত্রি ব্রত পালন করেন। আশা করি প্রতিবছরের মত এ বছরও নিষ্ঠার সাথে ও সুন্দরভাবে সবাই এই ব্রত পালন করতে পারবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে ধন্যবাদ।