জনপ্রিয় নেটফ্লিক্স কি এবং নেটফ্লিক্স এর ব্যবহারের নিয়ম জেনে নিন -
প্রিয় পাঠক বন্ধুরা, বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় অন ডিমান্ড ভিডিও স্ট্রিমিং সার্ভিস হলো নেটফ্লেক্স। কারণ এর মাধ্যমে আপনি মুভি, টিভি শো, ওয়েব সিরিজ, তথ্যচিত্র সবকিছুই দেখতে পারবেন। আমাদের মধ্যে অনেকেই আছে যারা নেটফ্লিক্স সম্পর্কে কিছুই জানেনা। আমাদের আজকের আর্টিকেলটি মূলত তাদের জন্য। আজ আমরা আপনাদের জানাতে চেষ্টা করব নেটফ্লিক্স কি এবং কিভাবে নেটফ্লিক্স ব্যবহার করবেন।
নেটফ্লিক্স
বর্তমান সময়ে ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে। কেননা এর মাধ্যমে নিজের
ঘরে বসেই সারা দুনিয়া
রাজ্যের টিভি এবং মুভি
কনটেন্ট দেখা অনেক সহজ।
আজ আমরা এই আর্টিকেল
এর মাধ্যমে আপনাদের জানাবো নেটফ্লিক্স কি এবং এটি
কিভাবে ব্যবহার করতে হয়। আসুন
তাহলে জেনে নেওয়া যাক
-
নেটফ্লিক্স কি :
নেটফ্লিক্স
একটি মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক বিনোদনধর্মী প্রতিষ্ঠান। যা সাবস্ক্রাইব সদস্যদের
ইন্টারনেট যুক্ত ডিভাইসে বিজ্ঞাপন ছাড়া টিভি শো এবং
মুভি দেখতে সুযোগ দেয়। সহজ ভাষায় বলতে
গেলে নেটফ্লিক্স হলো ইউটিউবের মতো
ভিডিও দেখার জন্য একটি ওয়েবসাইট।
বিশ্বের
বহু ওটিটি প্ল্যাটফর্মের মধ্যে গুণে মানে এবং
জনপ্রিয়তার দিক থেকে নেটফ্লিক্স
এগিয়ে। বর্তমান বিশ্বে প্রায় ২২২ মিলিয়ন ব্যবহারকারী
তাদের স্মার্টফোন, টিভি, কম্পিউটারে নেটফ্লিক্স এর মাধ্যমে নাটক,
ধারাবাহিক চলচ্চিত্র দেখছেন। তবে আপনি নিখরচায়
ভিডিও দেখতে পারবেন না। এর জন্য
আপনাকে নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদান করতে
হবে নেটফ্লিক্সকে।
আরো পড়ুনঃ কিভাবে বুঝবেন আপনার ফেসবুক একাউন্ট হ্যাক হয়েছে কিনা এবং হলে উদ্ধারের উপায় জেনে নিন
নেটফ্লিক্সের সূচনা :
অনেকেই
ভাবতে পারেন যে, নেটফ্লিক্স খুব
পুরনো কোন সার্ভিস নয়।
কেননা সম্প্রতি এর জনপ্রিয়তা দেখা
যাচ্ছে। তবে আপনারা জেনে
অবাক হবেন যে, নেটফ্লিক্সের
সূচনা সেই ১৯৯৭ সালের
২৯ আগস্ট রিড হ্যাস্টিংস এবং
মার্ক রেন্ডোল্ফ নামের দুজন ব্যক্তি এ
কোম্পানিটি শুরু করেন যুক্তরাষ্ট্রের
ক্যালিফোর্নিয়া রাজ্যের স্কটস ভ্যালি শহরে। তবে বর্তমানে এর
সদর দপ্তর ক্যালিফোর্নিয়া রাজ্যের লজ গেটস শহরে
অবস্থিত। কানাডার মাধ্যমে যুক্তরাষ্ট্রের বাইরে যাত্রা শুরু করে বর্তমানে
বিশ্বের ১৯১ টি দেশে
এটি চলমান রয়েছে।
নেটফ্লেক্স
শুরুর দিকে তেমন একটা
সারা ফেলতে পারে নাই। তখন
এটি একটি শুধু ভিডিও
রেন্টাল বা সিডি, ডিভিডি
ভাড়া দেওয়ার প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে। যদিও
এটি এখনো যুক্তরাষ্ট্রে এই
সার্ভিস প্রদান করে আসছে। ১৯৯৯
সালে নেটফ্লেক্স অনলাইন সাবস্ক্রিপশন সার্ভিস শুরু করে এবং
২০০৭ সাল থেকে তাদের
অনলাইন স্টিমিং সার্ভিস শুরু হয়। তাদের
প্রথম প্রযোজিত ও পরিচালিত শো
এর নাম হাউস অফ
কার্ডস।
২০১৬
সালে নেটফ্লিক্স ১২৬ + এরও বেশি নিজস্ব অরজিনাল
ওয়েব সিরিজ এবং মুভি প্রকাশ
করে। যা তখন পর্যন্ত
অন্য কোন অনলাইন ভিত্তিক
প্রতিষ্ঠান করতে পারেনি। ২০১৬
সালে নেটফ্লিক্স বাংলাদেশ এবং ভারতের মার্কেটে
প্রবেশ করে।
আরো পড়ুনঃ ফাইভার কি ? ফাইভার থেকে সত্যিই কি ইনকাম করা যায়।
নেটফ্লিক্স যেভাবে ব্যবহার করবেন :
নেটফ্লিক্স
বিশ্বের বিভিন্ন ভাষায় ব্যবহারযোগ্য।
★ প্রথমে
নেটফ্লিক্স অ্যাপসটি প্লে স্টোর অথবা
অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন
এবং ওপেন করুন।
★ এরপর
Join Free for a Month বাটনে
ক্লিক করুন এবং নির্দিষ্ট
প্লান নির্বাচন করে continue এ ক্লিক করুন।
★ এখন
Email এবং password দিয়ে Payment Method নির্বাচন করুন।
★ এরপর
Payment information দিয়ে
Start your membership বাটনে
ক্লিক করুন।
এখন
আপনি আপনার পছন্দমত যেকোনো মুভি বা টিভি
শো গুলো দেখতে পারবেন।
আরো পড়ুনঃ স্মার্টফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী ও ভালো রাখতে জেনে নিন কিছু সহজ উপায়
নেটফ্লিক্স প্লান এবং সাবস্ক্রিপশন ফ্রী :
মোবাইল
- $ 3.99 (মাসিক)
বেসিক
- $ 7.99 (মাসিক)
স্ট্যান্ডর্ড
- $ 9.99 (মাসিক)
প্রিমিয়াম - $ 11.99 (মাসিক)
আরো পড়ুনঃ ফেসবুক রিলস থেকে ইনকামের সহজ কিছু পন্থা
নেটফ্লেক্স পেমেন্ট মেথড :
নেটফ্লিক্স
থেকে যেকোনো প্লান কিনতে ব্যবহার করতে পারেন কেডিট
কার্ড বা ডেবিট কার্ড।
এছাড়া ব্যবহার করা যাবে পেপাল।
তবে সে ক্ষেত্রে দেশগুলোতে
পেপাল এভেলেবেল থাকতে হবে। বাংলাদেশ থেকে
কেডিট কার্ড বা ডেবিট কার্ড
ব্যবহার করে নেটফ্লিক্স এর
নির্দিষ্ট প্লান কিনতে পারেন।
প্রিয়
পাঠক বন্ধুরা, আজ আমরা আপনাদের
খুব সহজভাবে বোঝাতে চেষ্টা করেছি নেটফ্লিক্স কি এবং কিভাবে
এটি ব্যবহার করা যায় সে
সম্পর্কে। আমাদের আজকের আলোচনা যদি আপনাদের ভালো
লেগে থাকে তাহলে অবশ্যই
বন্ধুদের সাথে শেয়ার করবেন
এবং আমাদের ওয়েবসাইট Lifecyclebd.com এর পাশেই থাকবেন।
সবাইকে ধন্যবাদ।
আর্টিকেল
রাইটার - প্রিয়াঙ্কা কুন্ডু