কয়েক সেকেন্ডে জেনে নিন আপনার ব্যবহৃত ফোনটি 5G সাপোর্ট করে কি না

প্রিয় পাঠক বন্ধুরা, বর্তমানে বিশ্বের ৬০ টিরও বেশি দেশের পাশাপাশি আমরাও 3G-4G ছাড়িয়ে পৌছে গেছি 5G - এর দুনিয়ায়। এই ডিজিটাল যুগের মূল বিষয় হলো গতি। আর 5G হচ্ছে সবচেয়ে উন্নত ও দ্রুততর সার্ভিস। এটি 4G প্রযুক্তির চেয়ে ২০ গুণ বেশি গতিতে মোবাইল ইন্টারনেট সেবা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এখন দেশের বাজারে অসংখ্য 5G  ফোন ইতিমধ্যে পাওয়া যাচ্ছে। তবে আপনি জানেন কি আপনার ফোনে 5G সাপোর্ট করে কিনা? কি বন্ধুরা জানেন না, তাইতো? তাহলে চলুন দেখে নেওয়া যাক আপনার ফোন 5G সাপোর্ট করে কি না?

Five g image

5G নেটওয়ার্ক চালু হয় ২০১৮ সালের শুরুতে। তবে বাংলাদেশে ২০২১ সালের ১২ই ডিসেম্বর টেলিটক পরীক্ষামূলকভাবে 5G চালু করে দেশের ছয়টি স্থানে। তবে 5G নেটওয়ার্ক পরিষেবা পেতে হলে আপনার ফোনে 5G সাপোর্ট থাকতে হবে। এছাড়া ফোনে আপনি কোন কোম্পানির সিম ব্যবহার করছেন তার উপরও নির্ভর করে ফোনে 5G সাপোর্ট মিলবে কিনা। 

আপনার ফোনে 5G সাপোর্ট করে কি না জানার উপায় :

আপনার ফোনে 5G সেবা আছে কি না দেখার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ

১. আপনার স্মার্টফোনে Setting অপশন ওপেন করুন এবং Connection অপশনে ক্লিক করুন।

২. এবার Mobile networks সিলেক্ট করুন।

৩. তারপর Network mode এ ক্লিক করুন।

৪. এখানে আপনি যদি 2G/3G/4G/5G (auto connect) অপশন দেখতে পান তাহলে আপনার ফোন 5G সাপোর্ট করে। আর যদি শুধু 2G/3G/4G/LTE অপশন থাকে তাহলে আপনার ফোন 5G সাপোর্ট করে না।

এভাবে মাত্র কয়েক সেকেন্ডে জেনে নিতে পারেন আপনার ব্যবহৃত ফোনটি 5G সাপোর্ট করে কিনা।

আরো পড়ুনঃ মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে আয় করার উপায় ২০২৩

বর্তমানে 5G  সাপোর্টকৃত মোবাইল ফোন গুলোর তালিকা- ২০২৩

Samsung Galaxy A14 5G

Samsung Galaxy F14 5G

Samsung Galaxy F23 5G

Samsung Galaxy M14 5G

Samsung Galaxy M33 5G

Samsung Galaxy A33 5G

Samsung Galaxy A52S 5G

আরো পড়ুনঃ জেনে নিন ফেসবুক রিলস কি এবং ফেসবুক রিলস থেকে ইনকামের সহজ কিছু পন্থা

Xiaomi Redmi Note 12 5G

Xiaomi Redmi Note 11 Pro 5G

Xiaomi 11T 5G

Xiaomi Poco F3 5G

Xiaomi 11Lite 5G NE

Poco M3 Pro 5G

Poco M4 Pro 5G

Realme 9i 5G

Realme GT Neo 2 5G

Realme GT Master Edition 5G

আরো পড়ুনঃ হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে ঘরে বসেই ইনকাম করুন লক্ষাধিক টাকা

Oneplus Nord CE 2 Lite 5G

Oneplus Nord 2 5G

Oppo A57 5G

প্রিয় পাঠক বন্ধুরা, আমাদের আজকের আয়োজন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।

আর্টিকেল রাইটার - প্রিয়াঙ্কা কুন্ডু

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url