জেনে নিন, হোয়াটসঅ্যাপ চ্যানেল কী এবং কিভাবে তৈরি করবেন এই হোয়াটসঅ্যাপ চ্যানেল -
প্রিয় পাঠক বন্ধুরা, আমাদের মোবাইল ফোনে যদি ৮-১০ টা apps থাকে তাহলে তার মধ্যে অবশ্যই একটি whatsapp। আর সুখবর হলো হোয়াটসঅ্যাপে এখন চ্যানেলও খুলতে পারবেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা কেননা কিছুদিন আগে মেটা (Meta) হোয়াটসঅ্যাপের নতুন ফিচার 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' লঞ্চ করেছে বাংলাদেশ সহ বিশ্বের ১৫০ টি দেশে। এই ফিচার থেকে যে কেউ চ্যানেল খুলতে পারবে। বন্ধুরা, আপনাদের মনে এখন প্রশ্ন আসতে পারে যে, এই হোয়াটসঅ্যাপ চ্যানেল আসলে কি? কিভাবেই বা হোয়াটসঅ্যাপ চ্যানেল খোলা যায়? আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা আপনাদের মনের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক -
হোয়াটসঅ্যাপ চ্যানেল কী :
হোয়াটসঅ্যাপ চ্যানেল হল মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের নতুন ফিচার। এই ফিচারটি প্রাইভেট নিউজ লেটারের মাধ্যমে কাজ করবে, কমিউনিটির মত নয়। অনেকটা একমুখী প্ল্যাটফর্ম। টেক্সট মেসেজ, ছবি, ভিডিও থেকে শুরু করে যেকোনো বার্তা এখানে দিতে পারবেন যার চ্যানেল তিনি। আর সেটা নিমিষে পৌঁছে যাবে বহু সংখ্যক ফলোয়ারের কাছে অর্থাৎ যারা সেই চ্যানেল subscribe করেছে তাদের কাছে। এটির সব থেকে ভালো দিক হলো, আপনি কাকে ফলো করতে চান তা অন্য ফলোয়াররা দেখতে পারবেন না। এছাড়া এখানে চ্যানেল এডমিন এবং ফলোয়ার উভয়েরই ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে।
আরো পড়ুনঃ মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে আয় করার উপায় ২০২৩
কিভাবে হোয়াটসঅ্যাপ চ্যানেল তৈরি করবেন :
একজন কন্টেন্ট ক্রিয়েটর, ব্যবসা প্রতিষ্ঠান, সেলিব্রেটি সহ যে কেউ হোয়াটসঅ্যাপ চ্যানেল তৈরি করতে পারবেন। চলুন জেনে
নেওয়া যাক কিভাবে হোয়াটসঅ্যাপ চ্যানেল তৈরি করবেন -
প্রথমে নিশ্চিত করুন আপনার
হোয়াটসঅ্যাপ লেটেস্ট ভার্সনের আপডেট করা আছে কিনা। এছাড়া হোয়াটসঅ্যাপ বিজনেস
অ্যাপ ব্যবহার করেও চ্যানেল তৈরি করা যাবে।
অ্যান্ড্রয়েডে কিভাবে করবেন -
★ হোয়াটসঅ্যাপ ওপেন করে যেতে হবে updates ট্যাবে।
★ এবার প্লাস (+) আইকনে ট্যাপ করুন ও নিউ চ্যানেল অপশনটি
সিলেক্ট করুন।
★ ক্লিক করলেই দেখা যাবে হোয়াটসঅ্যাপ চ্যানেলের নিয়ম কানুন
এবং গাইডলাইন পড়ে নিতে হবে।
★ এবার পছন্দ অনুযায়ী নাম দিতে হবে। তবে প্রয়োজনে চ্যানেলের
নাম পরে পরিবর্তন করা যাবে।
★ চ্যানেল আইকনে গিয়ে প্রোফাইল পিকচার সিলেক্ট করতে হবে এবং
দিতে হবে চ্যানেলের ডেসক্রিপশন।
★ সবশেষে create channel ট্যাপ করলেই নতুন চ্যানেল তৈরি হয়ে যাবে।
আরো পড়ুনঃ ফাইভার কি ? ফাইভার থেকে সত্যিই কি ইনকাম করা যায়।
ios- এতে কিভাবে করবেন -
★হোয়াটসঅ্যাপ ওপেন করে যেতে হবে updates ট্যাবে।
★ এবার স্কল করে যেতে হবে একেবারে নিচে যেখানে চ্যানেল সেকশন
আছে।
★ সেখানে প্লাস (+) আইকন আছে, সেখানে গিয়ে create channel-এর ক্লিক
করতে হবে। তারপর continue-এ ক্লিক দিতে হবে।
★ এবার পছন্দ অনুযায়ী নাম দিতে হবে। তবে প্রয়োজনে চ্যানেলের
নাম পরেও পরিবর্তন করা যাবে।
★ চ্যানেল আইকনে গিয়ে প্রোফাইল পিকচার সিলেট করতে হবে এবং
দিতে হবে চ্যানেলের ডেসক্রিপশন।
★ সবশেষে create channel ট্যাপ করলেই নতুন চ্যানেল তৈরি হয়ে যাবে।
আরো পড়ুনঃ চলুন জানা যাক ফাইবারের গিগ কি ও গিগ তৈরির পদ্ধতি সম্পর্কে
চ্যানেলের লিংক শেয়ার করবেন যেভাবে -
নতুন চ্যানেল খোলার পর সহজে
সাবস্ক্রাইবার যোগ করতে চ্যানেলের লিংক শেয়ার করতে হবে। চ্যানেলের লিংক পেতে ও
শেয়ার করতে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে -
১. হোয়াটসঅ্যাপের চ্যানেলে ট্যাপ
করুন।
২. চ্যানেলের নাম সিলেক্ট করুন।
৩. এ পর্যায়ে চ্যানেলের নাম দেখা
যাবে।
লিংক কপি করুন ও চ্যানেলের
সাবস্ক্রাইবার করতে লিংকটি শেয়ার করুন।
আরো পড়ুনঃ জেনে নিন ফেসবুক রিলস কি এবং ফেসবুক রিলস থেকে ইনকামের সহজ কিছু পন্থা
প্রিয় পাঠক বন্ধুরা, হোয়াটসঅ্যাপ চ্যানেলগুলি আপনারা দেখতে পারবেন 'আপডেট' নামক একটি নতুন
ট্যাবে। এখানে আপনারা দেখতে পারবেন সেই সব চ্যানেল এবং তাদের স্ট্যাটাস যাদের
আপনারা ফলো করতে চান। এই ফিচারটি সম্পর্কে আপনাদের মতামত আমাদের জানাতে পারেন
কমেন্ট সেকশনে। সবাইকে ধন্যবাদ।
আর্টিকেল রাইটার - প্রিয়াঙ্কা
কুন্ডু