মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে আয় করার কিছু উপায়
প্রিয় পাঠক বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরা অনেকেই জানি বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় অনলাইন ইনকামের মাধ্যম হল ফ্রিল্যান্সিং। আর এটি এজন্যই এত জনপ্রিয় যে, ফ্রিল্যান্সিং এর মাধ্যমে টাকা ইনকাম করতে আপনাকে বাড়ির বাইরে বা কোন অফিস আদালতে যেতে হবে না। বাড়িতে বসেই যেকোনো সময়ে আপনি আপনার সুবিধামতো অনলাইনের মাধ্যমে কাজ করে টাকা ইনকাম করতে পারবেন। এখন অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে যে,ফ্রিল্যান্সিং কি, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং এর কাজ করা যায় কিনা,করা গেলেও কি ধরনের কাজ করা যায়? ইত্যাদি ইত্যাদি। তাই বন্ধুরা আজকে আমি এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের ফ্রিল্যান্সিং সম্পর্কিত বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করব। এজন্য আমার সাথেই থাকুন এবং শুরু থেকে শেষ পর্যন্ত আর্টিকেলটি পড়ুন।
ফ্রিল্যান্সিং কি :
ফ্রিল্যান্সিং হল মুক্ত পেশা। এটির সংজ্ঞা বিভিন্ন ব্যক্তির কাছে বিভিন্ন রকম হয়ে থাকে। তবে এর মূল কথা হলো স্বাধীনভাবে অনলাইনে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে নিজের কাজে দক্ষতা বিক্রি করে অর্থ উপার্জন করা অর্থাৎ ফ্রিল্যান্সিং মানে নিজের ইচ্ছামত ঘরে বসে অনলাইনের মাধ্যমে টাকা ইনকাম করাকে বোঝায়। এটি কে আপনি ব্যবসাও বলতে পারেন।
আরো পড়ুনঃ বাচ্চাদের মোবাইল ফোনের আসক্তি কমানোর কিছু উপায়
ফ্রিল্যান্সিং কত প্রকার :
ফ্রিল্যান্সিং কত প্রকার বলতে ফ্রিল্যান্সিং এর কাজকে বোঝায় অর্থাৎ ফ্রিল্যান্সিং এ কত ধরনের কাজ রয়েছে তাকে বোঝায়। মূলত ফ্রিল্যান্সিংয়ে কাজের শেষ নেই। এই সেক্টরে অনেক ধরনের কাজ রয়েছে। তবে ফ্রিল্যান্সিং এর জনপ্রিয় কাজগুলোর মধ্যে রয়েছে, যেমন - গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, আর্টিকেল রাইটিং, ভিডিও এডিটিং, ট্রান্সলেটর, ব্লগিং, ইউটিউব, কোডিং, ডেভেলপিং, SEO এর কাজ ইত্যাদি। ফ্রিল্যান্সিং সেক্টরে এই কাজগুলো করে বিশ্বের লাখ লাখ মানুষ ঘরে বসে স্বাধীনভাবে অর্থ উপার্জন করছে।
মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় কিনা :
বর্তমান যুগে আমাদের সবার কাছে কম্পিউটার বা ল্যাপটপ না থাকলেও স্মার্টফোন বা মোবাইল ফোন সবার হাতে হাতেই থাকে। ফ্রিল্যান্সিং কি ?- এ সম্পর্কে জানার পর আপনার মাথায় প্রথম যে প্রশ্ন আসবে তাহলে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যাবে কিনা? এ প্রশ্নের উত্তরে আমি বলবো হ্যাঁ বন্ধুরা, মোবাইল দিয়েও ফিন্যান্সিং এর কাজ করা যায়। তবে হ্যাঁ, আপনি যদি প্রফেশনাল ফ্রিল্যান্সার হতে চান তাহলে আপনাকে অবশ্যই কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে কাজ করতে হবে। কেননা এই সেক্টরে এমন কিছু কাজ রয়েছে যেগুলো মোবাইল দিয়ে করা সম্ভব না। তাছাড়া কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে আপনি ফ্রিল্যান্সিং এর কাজ গুলো যত সহজে করতে পারবেন মোবাইল দিয়ে সেই কাজগুলো ততো সহজে করতে পারবেন না। তবে এর মানে এই নয় যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং এর কাজ করা যাবে না। ফ্রিল্যান্সিং এর বেশ কিছু কাজ রয়েছে যেগুলো আপনি মোবাইল দিয়ে খুব সহজেই দক্ষতার সাথে করতে পারবেন এবং বেশ ভালো মানের অর্থ উপার্জনও করতে পারবেন। এই সম্পর্কে আমি নিচে বিস্তারিত আলোচনা করবো,এজন্য আমার সাথেই থাকুন।
আরো পড়ুনঃ ডেঙ্গু জ্বরের লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধ
মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে অর্থ আয় করার উপায় :
বন্ধুরা আমি আপনাদের আগেই বলেছি যে, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং এর সব কাজ করা যায় না। তবে মোবাইল দিয়ে এই সেক্টরে যেসব কাজ করা যায় এমন ৫ টি কাজ সম্পর্কে আমি আপনাদের জানাবো। যে কাজগুলো আপনি খুব সহজেই আপনার ব্যবহৃত স্মার্টফোন বা মোবাইল দিয়ে প্রফেশনাল ভাবে করতে পারবেন এবং অর্থ উপার্জন তো হবেই হবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক -
আর্টিকেল রাইটিং (Article Writing) :
বর্তমান সময়ে আমরা প্রায় সবাই মোবাইল দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে কিছু না কিছু লিখে পোস্ট করে থাকি এবং মেসেঞ্জার এর মাধ্যমে মেসেজ লিখে অন্যদের কাছে তথ্য আদান প্রদান করি। আর এই লেখালেখিই হতে পারে আপনার অর্থ উপার্জনের একটি উপায়। কেননা ফ্রিল্যান্সিংয়ে আর্টিকেল রাইটিং খুবই জনপ্রিয়। আর্টিকেল রাইটিং হচ্ছে কোন ব্লগ বা ওয়েবসাইটের জন্য বিভিন্ন বিষয়ে লেখা। আর আপনি যদি ভালো মানের আর্টিকেল লিখতে পারেন তাহলে আপনার ফ্রিল্যান্সিং মার্কেট গুলোতে কাজের অভাব হবে না। আপনি আপনার আর্টিকেল যেকোনো ওয়েবসাইটে ভালো দামে বিক্রি করতে পারবেন। আর এই কাজটি আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন বা মোবাইল দিয়েই ভালোভাবে করতে পারবেন। আর্টিকেল রাইটিং এর জন্য জনপ্রিয় কিছু অ্যাপস রয়েছে। যেগুলোর মাধ্যমে আপনি খুব সহজে নিজের লেখা গুলো সংরক্ষণ করে রাখতে পারবেন। অ্যাপস গুলো হল -
1.Microsoft office word
2.WPS office
3.Google Dose
ব্লগিল (Blogging) :
মোবাইল দিয়ে অনলাইনের মাধ্যমে টাকা ইনকাম করার সবচেয়ে সহজ উপায় হল ব্লগিং করা। ব্লগিং মানে আপনি আপনার নিজের বা অন্যদের ওয়েবসাইটে কন্টেন্ট লেখা। যেটা মোবাইল দিয়ে খুব সহজেই করা সম্ভব। বর্তমানে কিছু জনপ্রিয় ব্লগিং প্ল্যাটফর্ম এর মধ্যে গুগলের ব্লগার, ওয়াউপ্রেস অন্যতম।
আরো পড়ুনঃ একজন সাধারণ কবির অসাধারণ কবিতা
গ্রাফিক্স ডিজাইন (Graphic Design) :
ফ্রিল্যান্সিং সেক্টরে বিভিন্ন ধরনের কাজের মধ্যে গ্রাফিক্স ডিজাইন বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গ্রাফিক্স ডিজাইন বলতে কোন ব্যক্তি তার অনুযায়ী বিভিন্ন কালার, লাইন, টেক্সচার দ্বারা তার চিন্তার বহিঃপ্রকাশ ঘটনাকে বোঝায়। তবে প্রফেশনালি গ্রাফিক্স ডিজাইন মোবাইল দিয়ে করা সম্ভব নয়। কিন্তু অল্প কিছু মোবাইল অ্যাপস হয়েছে যেগুলো ব্যবহার করে আপনি মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারবেন এবং সেই ডিজাইন গুলো আপনি অনলাইন মার্কেটপ্লেসে বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন। মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন করা যায় এমন কয়েকটি অ্যাপস হল -
1.Canva
2.Adobe Spark
3 Adobe Photoshop
4.Adobe Illustrator Draw
ইউটিউব (YouTube) :
বর্তমানে মোবাইলের মাধ্যমে ইউটিউব চ্যানেল তৈরি করে সেখানে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করাটা যেন ছোটবেলায় খেলনা-বাটি খেলার মত সহজ হয়ে গেছে। আমাদের দেশে অনেক ইউটিউবার আছে যারা প্রতিমাসে লাখ টাকার বেশি ইনকাম করছে। আপনি আপনার এন্ড্রয়েড ফোন দিয়ে ভিডিও রেকর্ড, ভিডিও এডিটিং সবকিছু প্রফেশনাল ভাবে করতে পারবেন। মোবাইলে সেরা ভিডিও এডিটিং সফটওয়্যার গুলোর নাম হল -
1.PowerDirector
2.Kinetmashter
আরো পড়ুনঃ জেনে নিন গ্রিন টির উপকারিতা ও পার্শ্ব প্রতিক্রিয়া
ডিজিটাল মার্কেটিং (Digital marketing) :
বর্তমান সময়ে ব্যবসা সহ অন্যান্য সকল কাজের উন্নতির জন্য ডিজিটাল মার্কেটিং এর ব্যবহার দিন দিন ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। ডিজিটাল মার্কেটিং হল অনলাইনে পণ্য বা সার্ভিসিং এর বিজ্ঞাপন প্রচার করা। ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন মাধ্যম রয়েছে। তার মধ্যে ফেসবুক সবচেয়ে জনপ্রিয়। বন্ধুরা আপনারা ঘরে বসে আপনার মোবাইল ফোন দিয়েই যেকোনো কোম্পানির বা ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন জিনিস ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করে টাকা ইনকাম করতে পারবেন।
আমার পাঠক বন্ধুরা, এই আর্টিকেলের মাধ্যমে আমি আপনাদের মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে অর্থ উপার্জনের উপায় সম্পর্কে বোঝাতে চেষ্টা করেছি। আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন এবং ফ্রিল্যান্সিং শিখে টাকা ইনকাম করার কথা নিশ্চয়ই চিন্তা করছেন। এই ধরনের উপকারী পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।