জেনে নিন ২০২৪ সালের দুর্গাপূজার সময় সূচী ও বিভিন্ন তথ্য
প্রিয় পাঠক বন্ধুরা, সবার শুভকামনা করে শুরু করছি আমাদের আজকের বিশেষ আর্টিকেল। আসছে ৯ই অক্টোবর (২২শে আশ্বিন) বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় ও প্রাণের উৎসব শারদীয় দুর্গাপূজা পালিত হবে গত বছর অক্টোবর মাসের শেষে দুর্গাপূজা অনুষ্ঠিত হলেও এবছর পূজা হবে অক্টোবরের শুরুতে। প্রতিবছর বাংলাদেশের হিন্দু সম্প্রদায় তাদের এই বড় ধর্মীয় উৎসব অত্যন্ত ধুমধামের সাথে উদযাপন করে থাকে, এ বছরও হয়তো এর ব্যতিক্রম হবে না।
দুর্গাপূজা
বাঙালি হিন্দু সম্প্রদায়ের কাছে শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটা তাদের মায়ের প্রতি সন্তানের ভালোবাসার আবেগ। প্রতিবছর বিজয় দশমীর পর থেকেই
শুরু হয়ে যায় তাদের অপেক্ষার, যে পরের বছর আবার কবে
হবে দুর্গা মায়ের আগমন। আজকের আয়োজনে আমরা আপনাদের জানাবো ২০২৪ সালের
দুর্গাপূজার মহালয়া থেকে শুরু করে পূজার পুনাঙ্গ সময়সূচী ও বিভিন্ন তথ্য। তাহলে
চলুন জেনে নেওয়া যাক কৈলাস থেকে মা দুর্গার আগমনের বিভিন্ন তথ্য।
আরো পড়ুনঃ ভাদ্র মাসে বাঙালির প্রিয় তালের বড়া
২০২৪ সালের মহালয়া :
মহালয়া এসে যাওয়া মানে পূজা এসে যাওয়া। আর মহালয়া মানেই চারিদিকে পূজার গন্ধ ছড়িয়ে পড়া। মহালয় শব্দের অর্থ মহান 'আলয়'। আর এক্ষেত্রে দেবীর দুর্গাই হলেন সেই মহান আলয়। ২০২৪ সালের মহালয়া পালিত হবে ২রা অক্টোবর বুধবার। ৩রা অক্টোবর অর্থাৎ মহালয়ার পরের দিন দেবীপক্ষের প্রতিপাদ তিথি।মহালয়ার বিশেষ দিনের দেবী দুর্গার চক্ষুদান হয়। আর দুর্গাপূজার সূচনা হয় দেবীর চক্ষুদানের মধ্য দিয়েই। এই দিন পিতৃ পুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতি প্রচলিত আছে। সনাতন ধর্মে মহালয় গুরুত্ব অনেক।পুরান থেকে মহাভারতে মহালয়া ঘিরে নানা কাহিনী বর্ণিত আছে।
২০২4 সালের মা দুর্গার আগমন ও গমন :
এবছর মা দুর্গার আগমন ও গমন দুইটাই হবে ঘটক অর্থাৎ ঘোড়তে। শাস্ত্র অনুসারে এর ফল "ছত্র ভঙ্গ স্ত্তরঙ্গমে" অর্থাৎ সামাজিক, রাজনীতি ও সামরিক অস্থিরতা বৃদ্ধি পায়।এর ফলে রাজায় - রাজায় যুদ্ধ সূচিত হয়। সামাজিক ও রাজনৈতিক স্তরে ধ্বংস ও অস্থিরতা বিরাজ করে। এক কথায় 'ছত্রভঙ্গম'।
আরো পড়ুনঃ বর্ষা মানেই বাঙালির প্রিয় সরষে ইলিশ
২০২৪ সালের মা দুর্গার আগমন ও গমন :
এই
বছর মহাসপ্তমী বৃহস্পতিবার পড়ায় দেবীর আগমন হবে দোলা বা পালকিতে। শাস্ত্র
অনুসারে দোলা বা পালকিতে দেবীর আগমন হলে সূচিত হয় ভয়ঙ্কর মহামারী, যাতে বিপুল
প্রাণহানির আশঙ্কা থাকে। আবার ২০২৪-এ বিজয়া দশমী রবিবার পড়ায় এই বছর দেবী ফিরে
যাবেন গজ বা হাতিতে। গজ হল দেবীর উৎকৃষ্টতম বাহন, দেবীর আগমন বা গমন হাতিতে হলে
মর্ত্যলোেক ভরে ওঠে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে, ভক্তদের মনের ইচ্ছে পূরণ হয়।
২০২৪ সালের দুর্গাপূজার সময়
সূচি :
২০২৪ সালের দুর্গাপূজার সময় সূচি :
রামায়ণ
অনুসারে ত্রেতা যুগে রাবণ বসন্তকালে দেবী দুর্গার পূজা করতেন, যাকে আমরা মা বাসন্তী নামে জানি। আর ভগবান রামচন্দ্র সীতাদেবী কে উদ্ধারের
জন্য লঙ্কা জয় করার উদ্দেশ্যে মা দুর্গার আরাধনা করেছিলেন শরৎকাল। রামচন্দ্র অকালে বা অসময়ে মা দুর্গার পূজা করেছিলেন বলে শরৎকালের এই পূজাকে দেবী দুর্গার অকাল বোধন বলা হয়।
২০২৪ সালের দুর্গাপূজার সময়সূচী -
মহা ষষ্ঠী - ৯ই অক্টোবর (২২ আশ্বিন) বুধবার।
মহা সপ্তমী - ১০ই অক্টোবর (২৩ আশ্বিন)
বৃহস্পতিবার।
মহাষ্টমী - ১১ ই অক্টোবর (২৪ আশ্বিন) শুক্রবার
দিবা ৬/৫৪ গতে হতে দিবা ৭/৪২ এর মধ্যে সন্ধিপূজা সমাপন।
মহানবমী - ১২ ইঅক্টোবর (২৫ আশ্বিন) শনিবার।
বিজয় দশমী - ১৩ ই অক্টোবর (২৬ আশ্বিন) রবিবার।
আরো পড়ুনঃ বাংলাদেশের সেরা ১০টি দর্শনীয় স্থান।
আর বিজয় দশমীর মধ্যে দিয়েই সমাপ্তি
ঘটিয়ে সনাতন ধার্মালম্বীদের শারদীয় দুর্গাপূজা। এই দিনই মর্ত্য থেকে পুত্র ও
কন্যা সহযোগে কৈলাস গমন করেন মা দুর্গা। তবে সনাতন ধর্মালম্বীরা আবারো আনন্দের সাথে
অপেক্ষা করেন আগামী বছর মায়ের আগমনের জন্য।
"ধর্ম যার যার, উৎসব সবার"। আবার মঙ্গল কামনা করে শেষ করছি আমাদের আজকের আয়োজন, সবাইকে ধন্যবাদ।