বগুড়া জেলা সম্পর্কিত বিভিন্ন তথ্য সমূহ জানুন।

 

প্রিয় পাঠক বন্ধুরা, আমাদের আজকের আলোচনা সভায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকে আলোচ্য বিষয় বগুড়া জেলা। বগুড়া রাজশাহী বিভাগের একটি শিল্প ও বাণিজ্যিক শহর। যাকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয় আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা আপনাদের  বগুড়া জেলা সম্পর্কে বিভিন্ন জানা-অজানা তথ্য দেওয়ার চেষ্টা করব। এজন্য আমাদের সাথেই থাকুন।

বর্তমান বগুড়া জেলাটি আসলে ব্রিটিশ শাসনকালে ১৮২১ সালে গঠিত হয়েছিল। তবে বলে নেওয়া ভালো যে, বগুড়া শহরটি গড়ে ওঠে ১৮৫০ সালে। নিচে আমরা আপনাদের ধাপে ধাপে বগুড়া জেলা সম্পর্কে বিভিন্ন তথ্য দিতে চেষ্টা করব। সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল। 

সূচিপত্র :বগুড়া জেলা সম্পর্কিত বিভিন্ন তথ্য সমূহ জানুন।

 আরো পড়ুনঃ খুলনা জেলার পৌরসভা কয়টি - খুলনা জেলার ইতিহাস


বগুড়া জেলার নামকরণের ইতিহাস :

বগুড়ার প্রাচীন নাম পৌন্ড্রবর্ধন এবং এটি বরেন্দ্রভূমি বলে খেত অঞ্চলের অংশ বিশেষ। দিল্লির শাসক গিয়াস উদ্দিন বলবনের পুত্র ছিলেন নাসির উদ্দিন বগড়া খান। তিনি তার পিতার নির্দেশে বাংলায় আসেন। তিনি ১২৭৯ থেকে ১২৮২ সাল পর্যন্ত বাংলার গর্ভনর ছিলেন। মূলত তার নাম অনুসারে এই জেলার নামকরণ হয় বগড়া। আর কালের বিবর্তনে সেই বগড়া থেকে আজকের বগুড়া নামের উৎপত্তি।

বগুড়া জেলার ভৌগলিক অবস্থান :

রাজশাহী বিভাগের অন্যতম বৃহৎ জেলা বগুড়া করোতোয়া নদীর কল ঘেঁষে অবস্থিত। ভৌগোলিকভাবে ২৪.৩২ থেকে ২৫.০৭ ডিগ্রি উত্তর অক্ষাংশে এবং ৮৮.৫০ থেকে ৮৮.৯৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে বগুড়া সদর উপজেলা অবস্থিত। এই জেলার উত্তরে গাইবান্ধা ওই জয়পুরহাট জেলা, দক্ষিনে নাটোর ওসি একজন জেলা, পূর্বে যমুনা নদী ও জামালপুর জেলা এবং পশ্চিমে নওগাঁ জেলা অবস্থিত। বগুড়া জেলার আয়তন ৩৪৩৭.৯৮ বর্গ কিলোমিটার।

বগুড়া জেলার উপজেলা সমূহ :

বগুড়া জেলা ১২টি উপজেলা, ১২ টি পৌরসভা, ১০৮ টি ইউনিয়ন, ২৬৯৫ টি গ্রাম এবং ১৭৮৯ টি মৌজার নিয়ে গঠিত। এই জেলার উপজেলা গুলো হলো -

১.বগুড়া সদর

২.কাহালু

৩.শিবগঞ্জ

৪.গাবতলী

৫.ধূনট

৬.আদমদিঘী

৭.দুপচাঁচিয়া

৮.নন্দীগ্রাম

৯.শাহজাহানপুর

১০.সোনাতলা

১১.সারিয়াকান্দি

১২.শেরপুর

আরো পড়ুনঃ  নীলফামারী জেলার দর্শনীয় স্থান সমূহ

 

বগুড়া জেলার জনসংখ্যা:

বগুড়া উত্তরবঙ্গের ১৬ জেলার মধ্যে জনসংখ্যায় বৃহত্তম জেলা এবং সারা বাংলাদেশের মধ্যে ৬ষ্ঠ বৃহত্তম জেলা। ২০২২ সালের বাংলাদেশের জনশুমারি অনুসারে এই জেলার জনসংখ্যা ৩৩,১৫,২৩৮ জন, এর মধ্যে পুরুষ ১৬,৬০,৯৯৭ জন ও নারী ১৬,৫৩,৩০৫ জন।

বগুড়া জেলার শিক্ষার হার ও উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহ :

২০২২ জনশুমারি অনুযায়ী বগুড়া জেলার শিক্ষার হার ৭২.৪৪%। এই জেলার উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহ হলো -

১.বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ।

২.শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ।

৩.সরকারি শাহ সুলতান কলেজ।

৪.পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি।

৫.সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ।

৬.আমিনা বেগম মেমোরিয়াল একাডেমি।

৭.সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসা।

৮.সরকারি আজিজুল হক কলেজ।

বগুড়া জেলার সংসদীয় আসন সংখ্যা :

বগুড়া জেলার সংসদীয় আসন সংখ্যা ৭ টি। সেগুলো হলো -

১.বগুড়া -১ (সারিয়াকান্দি -সোনাতলা)

২. বগুড়া -২ (শিবগঞ্জ)

৩. বগুড়া -৩ (দুপচাঁচিয়া - আদমদীঘি)

৪. বগুড়া -৪ (কাহালু - নন্দীগ্রাম)

৫. বগুড়া -৫ (শেরপুর - ধুনট)

৬. বগুড়া -৬ (বগুড়া সদর)

৭. বগুড়া -৭ (গাবতলী - শাহাজাহানপুর)

 আরো পড়ুনঃ ইলিশ উৎপাদনে বাংলাদেশ কততম - ইলিশ উৎপাদনে শীর্ষ দেশ কোনটি

 

বগুড়া জেলার দর্শনীয় স্থানসমূহ :

বগুড়া একটি প্রাচীনতম জেলা শহর। এই জেলায় রয়েছে বিভিন্ন ঐতিহাসিক প্রত্নতান্ত্রিক নিদর্শন। বগুড়া জেলার উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলো হল -

মহাস্থানগড়, বিহার ধাপ, ভাসু বিহার, বাবা আদমের মাজার, জয় পীরের মাজার, পরশুরাম প্রসাদ, ভীমের জঙ্গল, সাউদিয়া সিটি পার্ক, বেহুলা লক্ষিনদ্বরের বাসর ঘর, সান্তাহার সাইলো, জিউৎকুন্ড, গোবিন্দ ভিটা, হযরত  শাহ সুলতান মাজার শরীফ, মম ইন।

বগুড়া জেলার উল্লেখযোগ্য ব্যক্তিত্ব :

১.ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা প্রফুল্ল চাকী।

২.কূটনীতি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী মোঃ আলী বগুড়া।

৩.বীর উত্তম, মুক্তিযুদ্ধের  সেক্টর কমান্ডার এবং জেড ফোর্সের প্রধান, প্রাক্তন প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান।

৪.বীর উত্তম, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং বিমান বাহিনী প্রধান খাদেমুল বাশার।

৫.সাহিত্যিক ও গল্পকার আখতারুজ্জামান ইলিয়াস।

৬.ভাষা সৈনিক গাজিউল হক।

৭.লেখক এবং সাংবাদিক এম.আর.আখতার মুকুল।

৮.জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মুশফিকুর রহমান।

৯.চিত্রনায়িকা অপু বিশ্বাস।

বগুড়া জেলার বিখ্যাত খাবার :

বগুড়া জেলার বিখ্যাত খাবারের মধ্যে প্রধান হল বগুড়ার দই। এছাড়াও মহাস্থানগড়ের চাউলের কটকটি, লাচ্চা সেমাই, আলুর ঘাটি ইত্যাদি এখানকার উল্লেখযোগ্য কয়টি খাবার।

প্রিয় পাঠক বন্ধুরা বগুড়া জেলার বিভিন্ন তথ্য জেনে আপনাদের নিশ্চয়ই ভালো লাগলো। এই আর্টিকেলটি বন্ধু ও পরিজনদের মাঝে শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। সবার সুস্থতা কামনা করে আজকের মত শেষ করছি, সবাইকে ধন্যবাদ।

আর্টিকেল রাইটার :প্রিয়াংকা কুন্ডু


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url