বিভিন্ন জানা-অজানা তথ্য জানুন দাঁত সম্পর্কে
প্রিয় পাঠক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? উপরের শিরোনামটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমাদের আলোচনার বিষয়টা কি? হ্যাঁ বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় 'দাঁত'। আজকাল শিশু থেকে বৃদ্ধ বয়সি অনেককেই দাঁতের সমস্যায় ভুক্তে দেখা যায়। তাই আজ আমরা দাঁতের বিভিন্ন জানা-অজানা তথ্য নিয়ে হাজির হয়েছি। আর্টিকেলটি সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল।
দাঁত হচ্ছে অধিকাংশ প্রাণীর দেহের কঠিনতম অঙ্গ। দাঁত আমাদের খাদ্য কণাকে কেটে ছোট টুকরো টুকরো করে হজমের উপযোগী করে তোলে এবং আমাদের গিলতে সাহায্য করে। চলুন দেরি না করে জেনে নেওয়া যাক দাঁত সম্পর্কে জানা-অজানা বিভিন্ন তথ্য।
মানবদেহে দাঁতের ভূমিকা :
দাঁত আমাদের পাচনতন্ত্রের অংশ। এটা খাদ্য চর্বন ও কর্তনের কাজে ব্যবহৃত হয়
এবং পুষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দাঁত আমাদের শব্দ গঠন করতে এবং স্পষ্ট
ভাবে কথা বলতে সাহায্য করে। একজন ব্যক্তির সুন্দর হাসি ও আকর্ষণীয় ব্যক্তিত্বের
জন্য উজ্জ্বল রোগমুক্ত দাঁতের গুরুত্ব অপরিসীম।
আরো পড়ুনঃ সুপার ফুড্ ওটস্ এর পুষ্টিগুন ও উপকারিতা
মানুষের দাঁতের প্রকারভেদ :
দাঁত হল প্রাণীদেহের সর্বোচ্চ কঠিনতম অঙ্গ। দাঁত না থাকলে আমরা কোন শক্ত খাবার
কোনভাবেই খেতে পারতাম না। মানবদেহে দাঁতের সংখ্যা ৩২ টি এটা আমরা সবাই জানি।
কিন্তু দাঁতের প্রকারভেদ সম্পর্কে আমরা অনেকেই জানিনা। তাহলে চলুন আমরা এই
আর্টিকেলের মাধ্যমে দাঁতের প্রকারভেদ সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করি।
মানবদেহে পাঁচ
ধরনের দাঁত রয়েছে এবং এরা প্রত্যেকে খাদ্য চর্বনে স্বতন্ত্র ভূমিকা পালন করে।
১.কর্তন দাঁত : কর্তন দাঁত সাধারণত খাদ্যবস্তুকে কাটতে সাহায্য করে। এটা আমাদের মুখের
মাড়িতে অবস্থান করে বলে আমরা এটাকে মাড়ির দাঁত বলি। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির
মাড়িতে কর্তন দাঁতের সংখ্যা ৮ টি।
২.ছেদন দাঁত : ছেদন দাঁত আমাদের খাদ্যবস্তু ছিড়তে
সাহায্য করে। আমাদের ছেদন দাঁতের সংখ্যা ৪ টি।
৩.অগ্র-পেষন দাঁত : অগ্র-পেষন দাঁত মূলত খাদ্য বস্ততে পেশার সৃষ্টি করে ভাঙতে
সাহায্য করে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের এই দাঁতের সংখ্যা ৮ টি।
৪.পেষন দাঁত : পেষন দাঁত খাদ্যবস্তুকে পেষন এবং চর্বনে ব্যবহৃত হয়। পেষন দাঁত আমাদের
মোট ৮ টি।
৫.আক্কেল দাঁত : আক্কেল দাঁত সাধারণত পরিণত বয়সে ওঠে। এই দাঁত আমাদের মাড়ির পেছনের অংশে থাকে।
একজন প্রাপ্তবয়স্ক মানুষের মোট ৪ টি আক্কেল দাঁত উঠে থাকে।
মানুষের দাঁতের সংকেত :
মানুষের মুখে উভয় চোয়ালে ১৬ টি করে মোট ৩২ টি দাঁত থাকে। মানুষের মোট দাঁতের
সংখ্যা যে সংকেতের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে দন্ত সংকেত বা ডেন্টাল ফর্মুলা বলা
হয়। মানুষের দাঁতের সংকেত হচ্ছে I2 C1 P2 M3।মানুষের
চোয়ালে সাধারণত ৪ ধরনের দাঁত থাকে।একটি সরলরেখার উপর ও নিচে বিভিন্ন প্রকার
দাঁতের ইংরেজি নামের প্রথম অক্ষর লিখে ওই ধরনের দাঁত প্রতি চোয়ালের অর্ধোংশে
কয়টি আছে তা হিসাব করা হয় এবং এর সাথে প্রতি চোয়ালে দাঁতের সংখ্যাকে ২ দ্বারা গুন করে উভয় চোয়ালের মোট
দাঁতের সংখ্যা যোগ করলে মোট দাঁতের সংখ্যা পাওয়া যায়। নিচে মানুষের দাঁতের
সংখ্যা এবং দাঁতের নাম সহ দেয়া হলো -
১.কর্তন দাঁত (Incisor)=চোয়ালের দুই পাশে ২টি করে মোট ৪ টি।
২.ছেদন দাঁত (Canine)=চোয়ালের দুই পাশে ১টি করে মোট ২টি।
৩.অগ্র-পেষন
দাঁত (Pre-molar)=চোয়ালের দুই পাশে ২টি করে মোট ৪ টি।
৪.পেষন দাঁত (Molar)=চোয়ালের দুই পাশে ৩টি করে মোট ৬টি।
এখন সংক্ষেপে
প্রত্যেক চোয়ালের দাঁতের সংখ্যা :
১.কর্তন দাঁত -
২×২=৪
২.ছেদন দাঁত - ২×২=২
৩.অগ্র-পেষন
দাঁত - ২×২=৪
৪.পেষন দাঁত - ৩×২=৬
মোট দাঁত - ১৬
টি।
দন্ত সংকেত :
(I2 C1 P2 M3)/(I2 C1 P2
M3)={(2+1+2+3)×2}/{(2+1+2+3)×2}=(8×2)/(8×2)=16/16=16+16=32.
আরো পড়ুনঃ গর্ভাবস্থায় গর্ভবতী মায়েদের সঠিক খাদ্যাভ্যাস
সাধারণত দাঁতে যেসব সমস্যা হয়ে থাকে :
প্রায় সময়ই আমাদের অনেককে দাঁত নিয়ে বিভিন্ন সমস্যায় পড়তে হয়। সঠিক
সময়ে যত্নের অভাবে তাতে আক্রমণ করে রোগ জীবাণু ও বিভিন্ন রকমের অসুখ। যেমন -
১.মাড়ি দিয়ে
রক্ত পড়া
২.মাড়ি ফুলে
যাওয়া।
৩.মুখে দুর্গন্ধ
হওয়া।
৪.আক্কেল দাঁত
উঠা।
৫.ঠান্ডা জল
খেলে শিরশির করা।
৬.দাঁতে পাথর
হওয়া।
৭.দাঁতে কালো
দাগ পড়া।
৮.দাঁত ভেঙে
যাওয়া, প্রভৃতি।
আরো পড়ুনঃ চলুন ঘুরে আসি সিরাজগঞ্জ জেলার ৬টি দর্শনীয় স্থান থেকে
দাঁতের সমস্যায় সাধারণত করণীয় :
যদি আমরা দাঁতের একটু বাড়তি সচেতনতা ও যত্ন নেই তাহলেই মুক্তি পেতে পারি
দাঁতের বিভিন্ন সমস্যা থেকে। যত্নগুলো হল –
১.নিয়মিত সকালে
ও রাতে ভাল ভাবে দাঁত ব্রাশ করা।
২.তিন মাসের
বেশি একটা টুথব্রাশ ব্যবহার না করা।
৩.মাঝে মাঝে
টুথপেস্ট পরিবর্তন করা।
৪.সেফটিপিন বা
লোহা জাতীয় শক্ত কোন কিছু দিয়ে দাঁত না খোঁজানো।
৫.প্রতি ছয় মাস
পর পর দন্ত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা।
৬.ক্যালসিয়াম ও
ফাইবারযুক্ত খাবার বেশি বেশি গ্রহণ করা।
আমার পাঠক ভাই ও বোনেরা আশা করি এই আর্টিকেলের মাধ্যমে আপনারা দাঁত সম্পর্কে অনেক কিছুই জানতে
পেরেছেন। যদি আজকের এই আর্টিকেলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে
অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সবাই নিজ নিজ দাঁতের প্রতি যত্নবান হবেন এবং সুস্থ
থাকবেন,সবাইকে ধন্যবাদ।
আর্টিকেল রাইটার- প্রিয়াংকা কুন্ডু